ইউএনও আদেশ অমান্য: কমলগঞ্জে গ্রামীন ব্যাংকের কিস্তির টাকা আদায়

  • কমলগঞ্জ প্রতিনিধি:
    সরকারের নির্দেশে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এনজিও সংস্থার কিস্তি আদায় বন্ধের আদেশ জারি করলেও সেই নির্দেশ অমান্য করে মঙ্গলবার কমলগঞ্জে গ্রামীণ ব্যাংক এনজিং সংস্থা মহিলা সদস্যদের কাছ হতে জোর পুর্বক কিস্তি আদায় করেছে। তারা বলছেন কিস্তি আদায় বন্ধ বিষযটি তারা জানেন না। ২৩ মার্চ সোমবার একটি সম্মাকের মাধ্যমে সকল এনজিও ঋন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষনা বহাল থাকবে বলে উল্লেখ্য করা হয়।
    জানা যায়, কমলগঞ্জ উপজেলা এনজিও সংস্থা গ্রামীন ব্যাংক মঙ্গলবার সকালে তাদের প্রতিটি শাখার সমিতি সদস্যদের কাছ হতে সপ্তাহিক কিস্তি আদায়ের জন্য মাঠ কর্মীরা বিভিন্ন গ্রামে হাজির হন। সামাজিক যোগযোগ মাধ্যমে গ্রামের মানুষজন কিস্তি বন্ধ থাকার আদেশ জেনে কিস্তি দিতে চান নি। কিন্তু গ্রামীন ব্যাংকের কর্মীরা তা মানতে রাজি হননি। তারা ধমক দেন মহিলাদের। এমন একটি ঘটনা ঘটে কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে। ৩/৪জন লোক একসাথে না হতে সরকারের আদেশ উপেক্ষা করে ৮/১০জন সমিতির মহিলা উপস্থিতিতে সেখানে মাঠকর্মী জোর করে টাকা আদায় করেন। একই ভাবে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ধর্মপুর গ্রাম সমিতির লক্ষন দেবনাথের বাড়িতে গ্রামীন ব্যাংক মুন্সিবাজার শাখার ম্যানেজার সাদিকুর রহমান কিস্তির টাকা উত্তোলনের জন্য হাজির হন। মহিলারা টাকা দিতে চাননি। কিন্তু তিনি জোর পুর্বক আদায় চেষ্টা করেন। তখন নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দায় এড়াতে চান। কমলগঞ্জের ইউএনও আমাকে কেন চিঠি দিলেন না! বাংলাদেশ ব্যাংক আমাদের কিছু জানায় নাই। ক্যামেরার সামনে কথা বলতে তিনি নারাজ। গ্রামীন ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঠোফোনে জানতে চাইলে ফোন রিসিব করেনি।
    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি আমার কানে এসেছে দ্রুত ব্যবস্থা গ্রহন করছি। সরকারের আদেশ মানতে বাধ্য সবাই।

শেয়ার করুন