কমলগঞ্জ প্রতিনিধি ঃ
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই ম্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা হলরুমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এস.আই ফজলে এলাহী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক অতুুল চন্দ্র দেব, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, রাসেল মতলিব তরফদার, দেওয়ান আব্দুল রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, প্রকৌশলী মুহাম্মদ বেলাল, কমলগঞ্জ পৌর মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রস্তুতিমূলক সভার মাধ্যমে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।