এএসএম সা’-আদাত উল করীমঃ
বিসিএস পুলিশ ক্যাডারের ২১তম ব্যাচের গর্বিত সদস্য বরগুনা জেলার সন্তান ও জামালপুর জেলা পুলিশের স্বনামধন্য প্রাক্তন পুলিশ সুপার নিজাম উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে অসুস্থতার কাছে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে ২৬ মার্চ ২০২০ মহান স্বাধীনতা দিবসের বিকাল ৩:১৫ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের এক অপূরণীয় ক্ষতি হলো।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অগণিত গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামালপুরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।