যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বাংলাদেশি বাবা–ছেলের মৃত্যু

  • ইউএনবি, মুন্সিগঞ্জ
  • যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি বাবা–ছেলে। গত শুক্রবার অল্প সময়ের ব্যবধানে তাঁরা মারা যান। তাঁরা হলেন শফিকুল ইসলাম ও ছেলে শাকিল। শাকিল চিকিৎসক ছিলেন। আর হাসপাতালে এখন করোনার সঙ্গে লড়ছেন শফিকুলের স্ত্রী রাশিদা খানম।
  • পরিবারটির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে।
  • মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম এ তথ্য দিয়ে জানান, এই মৃত্যুর খবরে কাজির পাগলা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার বলেন, ‘শফিকুল আমার ক্লাসফ্রেন্ড। তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে। শফিক একসময় ভাল ফুটবল খেলত। কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল।’
শেয়ার করুন