শ্রীমঙ্গলে বখাটের কারণে গৃহবন্দী এক অসহায় নারী,থানায় অভিযোগ

  • শ্রীমঙ্গল প্রতিনিধি
    মৌলভীবাজার:মৌলভীবাজার:দুই বখাটের উৎপাতে ঘরবন্ধী হয়ে পড়েছেন এক অসহায় বিধবা নারী।স্থানীয়ভাবে বিভিন্ন জনের কাছে নালিশ করেও কোনো সুফল না পাওয়ায় অবশেষে তিনি আশ্রয় নিয়েছেন শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে।গত শনিবার রাতে শ্রীমঙ্গল থানায় এক লিখিত অভিযোগে ভুক্তভোগী সেই নারী জানান,শ্রীমঙ্গল শহরতলীর বঙ্গবীর রোডের তোফাজ্জল খাঁনের ছেলে আলতাফ খান এবং উত্তরসুর এলাকার আনন্দ দেব দীর্ঘদিন ধরে তাকে উক্তক্ত করে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে।তাদের এসব কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন জনের কাছে তার নামে নানান বাজে কথা প্রচার করছে।এতে তিনি আত্মসম্মানের ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।আলতাফ খাঁন শ্রীমঙ্গল শহরের সোনালী মার্কেটে একটি কম্পিউটার দোকান নিয়ে কম্পিউটারের মালামাল বিক্রি করেন।যদিও কোনো কোনো জায়গায় নিজেকে সাংবাদিকও পরিচয় দিয়ে বেড়ান।অন্যদিকে আনন্দ দেব শ্রীমঙ্গল শহরের উত্তরসূর এলাকায় ভোজ্য তেল বোতলজাত করে বাজারজাত করে আসছেন।সম্প্রতি অবৈধভাবে ভেজাল তেল প্রস্তুত করার অপরাধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন তার সেই ফ্যাক্টরি সিলগালা করে বন্ধ করে দেন পাশাপাশি জরিমানাও করেন। ভুক্তভোগী সেই নারী জানান,বখাটে আলতাফ খান ও তার সঙ্গী আনন্দ দেব এর কুপ্রস্তাবের প্রতিবাদ করায় তারা তাকে দেখে নেয়ার হুমকি দেন তাই বিভিন্ন জনের কাছে বিচার চেয়েও বিচার না পাওয়ায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী সেই নারী জানান,আজ থেকে ৪ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী মৃত্যুবরণ করেন সেই থেকে অনেক কষ্টে আমি সন্তানদের নিয়ে একটি বিউটি পার্লার চালিয়ে কোনোরকম দিনানিপাত করছি।কিন্তু তবু তাদের উৎপাতের ভয়ে আমি এখন কর্মস্থলে যেতে পারছিনা।এদিকে সংরক্ষিত মহিলা আসন ওয়ার্ড নং ১,২, ৩ এর ইউপি সদস্যা মালেক বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আলতাফ খান এবং তার সঙ্গী আনন্দ দেব দীর্ঘদিন ধরেই ভুক্তভুগি ঐ নারীকে কু প্রস্তাব দিয়ে আসছে তিনি জানান,শুধু তাই নয় শহরে চলা ফেরার সময়ও সামনে পেলে তাকে বাজে মন্তব্য করেন।এ বিষয়ে ভুক্তভোগী ঐ মহিলা তার কাছে একাধিকবার অভিযোগ করেছেন।ইউপি সদস্যা আরো বলেন,আমি তাদের সাবধান করতে যাওয়ায় উল্টু আলতাফ খান আমার সাথেও খারাপ আচরণ করেন।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছালিক আহমেদ সময়ের আলোকে বলেন,আমি অভিযোগ পেয়েছি তা তদন্তের জন্য দিয়েছি।তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
    এ বিষয়ে অভিযুক্ত আলতাফ খাঁনের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।তবে অভিযুক্ত আনন্দ দেব অভিযোগ অস্বীকার করে বলেন কিছুদিন আগে ব্রাদার্স টেলিকমের  দোকানে ওনার সাথে আমার দেখা হয়েছে।তবে ওনার সাথে আমার ব্যাক্তিগত কোনো পরিচয় নেই বলে জানান তিনি।
শেয়ার করুন