ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তির লক্ষ্যে গ্রাম গঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

  • মার্চ ৩০,২০২০ খ্রি.
  • আজ ৩০ মার্চ ২০২০ খ্রি: তারিখে সকাল ৯.০০ থেকে বেলা ২:৩০ পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার  নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজারে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় কদমহাটা বাজার, কর্ণীগ্রাম বাজার, মুন্সিবাজার, ছোয়াব আলী বাজার, আখড়াবাজার, বাধের বাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পাকা ভাউচার সংগ্রহ করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে উক্ত অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আল-আমিন ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানান। মৌলভীবাজার শহরের পৌরসভার সামনে এবং জজ কোর্টের সামনে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। উক্ত অভিযানে তেল, চিনি, ডাল বিক্রির কাজে নিয়োজিত এই সকল ট্রাক ডিলারদের কার্যক্রম তদারকি করা হয়। তাদের কাজ সঠিক ভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন