মাধবপুরে পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘিলাতলী গ্রামের আকবর আলী খানের ছেলে সিলেটের সুনামগঞ্জে কর্মরত পুলিশের এটিএসআই আনোয়ারুল আলম খানের গ্রামের বাড়ির দরজা ভেঙ্গে ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদের হাতে জিম্মি হওয়া এটিএসআই আনোয়ারুল আলমের ছোট ভাই হবিগঞ্জ কোর্টের আইনজীবী শাহীনুর আলম খান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বসতবাড়ির রান্না ঘরের দরজা ভেঙ্গে ৮-১০ জনের ডাকাতদল ঘরে ঢুকে তার বৃদ্ধ মা শাহেদা খানম ও শাহীনুর আলম ফয়সলের হাত পা বেঁধে ফেলে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা ও শাহীনুর আলমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং নগদ টাকা ও ঘরের ভিতর প্রবেশের বিষয়ে সন্দেহ রয়েছে বলে ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানিয়েছেন।

শেয়ার করুন