-
-
মৌলভীবাজার প্রতিনিধি
“করোনা থেকে বাঁচব,নাকি ক্ষুধার জ্বালা থেকে বাঁচব প্রধান মন্ত্রী” সাদা কাগজে লেখা প্ল্যাকার্ড নিয়ে ক্ষুধার জ্বালায় গ্রামের শতশত নারী ও পুরুষ এবং শিশুরাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেছে।
বুধবার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামে সাধারণ কেটে খাওয়া মানুষ বিক্ষোভ সমাবেশ করে। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়া শ্রমজীবী নারী ও পুরুষরা পাশে দাঁড়াচ্ছেন অনেকে। করোনা ভাইরাস ঠেকাতে মানুষ ঘরবন্দি। তবে এই পরিস্থিতিতে ক্ষুধার জ¦ালায় মানুষ বিক্ষোভ করে।
জানা গেছে, ওই গ্রামে প্রায় দুই হাজার মানুষ পরিবার বসবাস করে। তারমধ্যে বেশির ভাগই দিনমজুর। করোনা ভাইরাসের কারণে কাজ না থাকায় অনাহারে দিন কাটছে হচ্ছে বেশির ভাগ পরিবারকে। প্রধানমন্ত্রী তরফ থেকে আসা ত্রাণ সামগ্রীর ঘোষণা আসলেও ওই গ্রামের মাত্র ৫ পরিবার ত্রাণ পায়নি।
শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহুর বর্ধন মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি ( ০১৭১২ ০৩০৮৬৬)।
শ্রীমঙ্গলে ক্ষুধার জ্বালা সইতে না পেরে বিক্ষোভ
শেয়ার করুন