নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত থাকলেও সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মাে. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত তা বাড়ানো হয়েছে।
এ অবস্থায় মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সরকার নতুন কোনও নির্দেশনা না দিলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
সূত্র বাংলা ট্রিবিউন