সিলেটেও কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী

সিলেট প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশের মতো সিলেটেও কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গত কয়েকদিনের মতো সিলেটের বিভিন্ন এলাকায় মানুষ বাইরে বের হতে শুরু করেন। কিন্তু সেহাবাহিনীর টহল শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে ফাঁকা হতে থাকে শহরের রাস্তাঘাট। দুপুরের দিকে কিছু সংখ্যক রিকশা, মোটর সাইকেল ছাড়া আর কোন যান চলতে দেখা যায়নি।

সিলেট মহানগরসহ জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক নিশ্চিতে প্রশাসনকে সহায়তা দিতে সিলেটে মাঠে কাজ করছে সেনাবাহিনীর ২০টি দল। প্রতিদিন সকাল ৮ টা থেকে জেলার সকল উপজেলায় সেনাবাহিনীর একাধিক টিম টহল দিচ্ছে।

টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনো ধরণের গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। এছাড়া আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা। পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে মানুষকে উদ্ভুদ্ধ করছেন।

বৃহস্পতিবার সকালে সিলেটের ব্যবসার প্রাণকেন্দ্র কালিঘাট এলাকায় টহল ও জীবানুনাশক স্প্রে করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় নিত্যপণ্যের পাইকারী দোকান ছাড়া অন্য দোকান বন্ধ করতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

 

সিলেট ভিউ

শেয়ার করুন