হাট-বাজারে কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী

  • হাট-বাজারে কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী

  • কমলগঞ্জ প্রতিনিধি 
  • মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়া চলছে। বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থানে থেকে উপজেলার হাট-বাজার পর্যবেক্ষণ শুরু করে উপজেলা প্রশাসন, থানার পুলিশ প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যরা। 

    বৃহস্পতিবার সকাল ১১টায় সেনা কর্মকর্তা ২য় ল্যা. মামুন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে কঠোর অবস্থানে থেকে সদরের ভানুগাছ বাজার, শমশেরনগর বাজার ও পতনউষার ইউননিয়নের শহীদনগর বাজারে অভিযান পরিচালিত হয়। এই ক্রান্তি লগ্নে এক শ্রেণির মানুষজন সরকারি নির্দেশনা মানছেন না বলেই যৌথভাবে এই মহড়া বলে কর্মকর্তারা জানান।
    অভিযানকালে বাজারে বিনা কারণে ঘোরাফেরার কারণে মোট ১২ জনকে আটক করে পুলিশ কয়েক ঘন্টা আটকিয়ে রাখে। বিধি-নিষেধ অমান্য করে শমশেরনগরে কাপড়ের দোকানের একটি অংশ খুলে রাখার দায়ে ৩টি দোকানের ৬ জন কর্মচারীকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে আটকিয়ে রাখা হয়। পরে শমশেরনগর বাজারের ৩টি কাপড়ের দোকানদার ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই জন মোটরসাইকেল আরোহীকে আটকিয়ে হেলমেট না থাকার কারণেও জরিমাানা করা হয়।     
    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গ্রাম-গঞ্জে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনও সেনাবাহিনীর সদস্যদের সাথে কাজ করছে পুলিশ। এছাড়া সড়কে পুলিশের মাধ্যমে যানবাহন চালকদের সচেতন করা হচ্ছে। উপার্জন বন্ধ হয়ে যাওয়া ব্যাক্তি ও দিন মজুরদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
    সেনা কর্মকর্তা ২য় ল্যা. মামুন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় উপজেলা প্রশাসন ও থানার পুলিশের সাথে সেনাবাহিনী হাট-বাজার পর্যবেক্ষণে বের হয়েছে। এসময় পরস্পর তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ দায়িত্বে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা। 
    উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, বেশ কিছু দিন ধরে মানুষজনকে সতর্ক করে দেওয়ার পরও এক শ্রেণির মানুষজন ও ব্যবসায়ীরা এ নিয়ম মানছিলেন না। সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের সাথে উপজেলা প্রশাসন কিছুটা কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। এ জন্য বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে আরও কয়েকজনকে হালকা শাস্তি দেওয়া হয়েছে। তবে কোন প্রকার প্রহার করা হয়নি। এরপরও সরকারি নির্দেশনা না মানলে পরবর্তী পর্যবেক্ষণে বের হয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। 

শেয়ার করুন