নিজস্ব প্রতিবেদক :: কঠিন এই করোনা পরিস্থিতিতে সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সিলেটবাসী মন খুলে কথা কথা বলতে পারবেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে তাকে সরাসরি সেটি করতে পারেন সিলেটের মানুষ। এ জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। গ্রুপটির নাম হচ্ছে- ‘সিলেট সদর এন্ড ড. মোমেন এমপি’।
আজ শনিবার (৪ এপ্রিল) এক ভিডিওবার্তায় এমনটি জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘করোনার কারণে আমার এলাকার সিলেটের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না বা কোনো সাক্ষাৎকার দিতে পারছি না। জনসমাগম নিষিদ্ধ তাই এই সময়ে জনসমাগম উৎসাহব্যাঞ্জকও নয়। তাই সিলেট-১ আসনের আমার সহকর্মীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। গ্রুপটির নাম হচ্ছে- ‘সিলেট সদর এন্ড ড. মোমেন এমপি’। আপনারা সিলেটবাসী এই গ্রুপে আপনাদের খবরাখবর ও তথ্য আমাকে জনাতে পারবেন।’’