রাজনগরে জ্বর নিয়ে ১ জনের মৃত্যু, পরিবারের সবাই কোয়ারেন্টিনে

  • মৌলভীবাজার : রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের এক ব্যক্তি জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন। তিনি স্থানীয় একটি বাজারে মুদি দোকানদার ছিলেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতেই মারা যান।
  • রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাশ বলেন, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। যত শিগগির সম্ভব তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
  • এ ব্যাপারে রাজনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উর্মি রায় বলেন, নিহত ব্যক্তির শারীরিক অন্যান্য সমস্যা আগে থেকেই ছিল। যেহেতু তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন তাই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • রাজনগর থানা পুলিশের একটি টিম ওই ব্যক্তির বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেন।
শেয়ার করুন