সিলেট মণিপুরী পাড়া লকডাউন!

নিজস্ব প্রতিবেদক
 করোনা ভাইরাস যাতে না ছড়ায় সে জন্য সিলেটসহ দেশব্যাপী গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ‘লকডাউন’ শব্দটি প্রয়োগ করা হয়নি। তবে করেছেন সিলেটের আম্বরখানা এলাকার মণিপুরীপাড়ার বাসিন্দারা।

জানা গেছে, আম্বরখানার মণিপুরীপাড়া এলাকার প্রবেশমুখের মূল ফটকে হাতে লিখে কাগজের নির্দেশনা টানানো হয়েছে। এতে বাংলা এবং ইংরেজি  ভাষায় লাল রঙ দিয়ে সাদা কাগজে লেখা হয়েছে- ‘লকডাউন, বহিরাগত প্রবেশ নিষেধ। করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন।’

এ বিষয়ে মণিপুরীপাড়ার বাসিন্দারা জানান, ”দেশে করোনা প্রতিরোধে জনসমাগম বন্ধে সকল প্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বাকি সকল কিছু বন্দের নির্দেশনার শুরু থেকে আম্বরখানার পুরো মণিপুরি পাড়া ‘সোশাল ফেয়ার এসোসিয়েশন’ এর পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। সারাদেশে না থাকলেও এই পাড়ায় ‘লকডাউন নীতি’ পালন করা হচ্ছে। পাড়ার কেউ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না আবার বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।”

শেয়ার করুন