শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সন্দেহে কিশোরীকে আইসোলেশনে ভর্তি -১৩৪ জনকে হোম কোয়ারান্টাইনে


মৌলভীবাজার প্রতিনিধি.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে করোনা ভাইরাস সন্দেহে তারিন আক্তার (১৫) এক কিশোরীকে সিলেট শহীদ ডা.শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে।
৪ এপ্রিল শনিবার বিকালে কিশোরীকে শ্রীমঙ্গল থেকে সিলেট আইসোলেশনে পাঠানো হয়েছে।

কিশোরীর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর মুসলিমবাগ এলাকার শামসুল ইসলাম মেয়ে।

উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে কিশোরীর বাড়ির যাবার রাস্তার মুখে লাল ঝান্ডা ঝুলিয়ে দিয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মেয়েটির শ্বাসকষ্ট রোগে ভুগছিল, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি । তিনি আরও বলেন, ওই বাড়িসহ আশপাশের ১৩৪ জন মানুষকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সিলেট থেকে মেয়েটির মেডিক্যাল রিপের্টি না আসা পর্যন্ত তার বাসায় প্রবেশের রাস্তার মুখে লাল পতাকা দিয়ে শুধু ওই বাসা সংলগ্ন সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা হয়েছে।

মৌলভীবাজার সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, কিশোরীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। রোগির নমুনা পাঠানো হবে ঢাকায়। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে প্রকৃত কারণ।

শেয়ার করুন