-
ঢাকাঃ ৬ এপ্রিল, ২০২০ খ্রি. সোমবার
যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ।
আজ এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ মৃত্যুতে দেশ এক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠককে হারালো।
উল্লেখ্য, ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ (৬৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে-সহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
বাংলাদেশ সোসাইটি, যুক্তরাষ্ট্র’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক
শেয়ার করুন