মৌলভীবাজার-হবিগঞ্জ সংসদীয় এলাকার সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি.
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা ওয়াহিদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে তার নিয়মিত ডায়ালসিস চলছিলো বলে জানা গেছে।
হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মীনি। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
হোসনে আরা ওয়াহিদের ছোট মেয়ে ডা. রোকশানা ওয়াহিদ রাহী মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার। ছোট ছেলে হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়াহিদ সুমন এবং বড় মেয়ে হাসিনা ওয়াহিদ সাথী যুক্তরাজ্যে বসবাস করছেন।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবি রাধাপদ দেব সজল জানান,হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান হোসনে আরা ওয়াহিদ ১৯৮৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাথফাইন্ডার নামের একটি আন্তর্জাতিক এনজিওতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত এনজিওটি পরিবার পরিকল্পনা, শিশুদের উন্নয়নমূলক বিভিন্ন কাজ করতেন। তিনি এনজিও বাংলাদেশ সরকারের পক্ষে কয়েকটি দেশ পরিদর্শন করেন। এছাড়া তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে (ঝঙঈঐটগ) যান। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
এদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ (এমপি) মৃত্যুতে মন্ত্রী ও এমপিরাও শোক জানিয়েছেন।

শেয়ার করুন