স্টাফ রিপোর্টার
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের টানা কয়েক দিন স্থবির হয়ে পড়েছে সব ধরণের কার্যক্রম। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষ। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। অঘোষিত লক ডাউনে বন্ধ রয়েছে যানবাহন চলাচল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া, দিন মজুর, শ্রমজীবী, দুস্থ ও অসহায় মানুষ।
মৌলভীবাজার এম এ রহিম সাত বারের সি.আই.পি, সাবেক বৃটিশ কাউন্সিলার, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, ও এম আর চেয়ারম্যান নিজ অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ।
৬ এপ্রিল সোমবার ১১ টায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সি আই পি আব্দুর রহিমের নিজ অর্থায়নে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাৎগাঁও গ্রামে নিজ বাড়িতে ছোট ভাই মুজিবুর রহমান মুজিব উপস্থিতিতে ৫০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন। ৫০০ জনের মধ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু,২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ,১ লিটার সয়াবিন তৈল,২ টি করে সাবান বিতরণ করা হয়।
এম এ রহিম সি আই পি বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষসহ খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।