শহর প্রতিনিধি.
সকাল ৬টা থেকে বিকেল ৫টার পর থেকে কাঁচাবাজারসহ মৌলভীবাজার জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। তবে ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এর আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
রবিবার রাতে মৌলভীবাজার জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, কাঁচাবাজার বা ফলের দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (মুদি ও শুকনো খাবার) ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকেল ৫টার পর ওষুধের দোকান ও জরুরি চিকিৎসা সেবা ছাড়া আর কোনো দোকান খোলা রাখা যাবে না। শুধু কৃষিপণ্য সরবরাহের গাড়ী ব্যতীত সব রিকশা, ভ্যান, অটোরিকশা, টমটম, সিএনজি বন্ধ থাকবে, পায়ে চালিত রিকশা সীমিত আকারে চলবে।
তিনি বলেন, সব দোকানের সামনে ক্রেতাদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখার জন্য দূরত্ববৃত্ত থাকতে হবে এবং দোকানের কর্মচারীদের অবশ্যই মাস্ক ও গ্লাভস পরতে হবে। দোকানের সামনে আড্ডা দেওয়া যাবে না এবং ২/৩ বার নিজ দায়িত্বে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। সিদ্ধান্তগুলো না মানলে দোকানমালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।