শ্রীমঙ্গলে সোমবার থেকে মাছ ও তরিতরকারী (কাচাঁ) বাজার রেলওয়ে মাঠে স্থানাস্তর

  • সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:
    করোনা ভাইরাস প্রতিরোধ ও মানুষদের মাঝে সংক্রামনরোধে মৌলভীভাজারের শ্রীমঙ্গলে বাজার ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। মাছ বাজার ও তরিতরকারী (কাচাঁ) বাজার আজ সোমবার থেকে শহরের ভানুগাছ রোড রেলওয়ে মাঠে স্থানাস্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
    এ লক্ষ্যে গতকাল রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা নজরুল ইসলাম শহরের মাছ ও তরিতরকারী (কাচা) বাজারে উপস্থিত হয়ে হ্যান্ড মাইকে সবাই জানিয়ে দেন। হ্যান্ড মাইকে তিনি বলেন করোনা ভাইরাস প্রতিরোধ ও মানুষদের মাঝে সংক্রামনরোধে উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
    তিনি জানান, মাছ বাজারের জন্য ৫ফুট দুরত্বে ৫ফুটের ছোট ছোট ঘর তৈরী করে দিয়েছেন এবং ক্রেতারা যে জায়গা থেকে কিনবেন তাও চিহৃত করা দেওয়া হয়েছে। একই ব্যবস্থা তরি তরকারি বিক্রেতাদের করা হয়েছে। সব কিছু চিহৃত (মার্ক) করে দেওয়া হয়েছে।
    তাই প্রশাসনের ব্যবস্থা অনুযায়ী বিক্রেতা ও ক্রেতা ক্রয় বিক্রয় করবেন। দোকানদারদের উদ্যোশে নির্বাহী কর্মকর্তা আরো বলেন, কোন ক্রেতা সামাজিক দুরত্ব বজায় না রাখলে তাদের কাছে মাল বিক্রয় না করার। করলে তাদেরকেই দায়ী করা হবে। এর ব্যতিক্রম করলে বা অনিয়ম করলে তখন আর কোন মানবিক দিক বিবেচনা করা হবেনা। প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তিনি আরো জানান, এখন এখানে দোকানদার যে ভারে ইজারাদার কে ট্যা´ দেন সেখানেও একই ভাবে ট্যা´ পরিশোধ করবেন। ব্যাপারে পৌর কর্তৃপক্ষ ও ইজারাদার সর্বাত্তাক সহযোগীতা করবেন। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সোহেল রানা,পৌর কাউন্সিলার মীর এম এ সালাম, আলকাস মিয়া, ইজারাদার দুলাল হাজী, পৌর সভার সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জহিরসহ পুলিশ ও সেনা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন