মৌলভীবাজারে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য এ পর্যন্ত ১৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৫ জনের। এতে ১৪ জনের করোনা নেগেটিভ

  • নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য এ পর্যন্ত ১৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৫ জনের। এতে ১৪ জনের করোনা নেগেটিভ এসেছে। তবে বাকি ১২৪ জনেরই রিপোর্ট এখনও আসেনি। 

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, যে ১৫টি রিপোর্ট পাওয়া গেছে, এতে শুধুমাত্র রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে গত ৪ এপ্রিল মারা যাওয়া সানচু মিয়ার করোনা পজিটিভ পাওয়া গেছে। এমনকি নমুনা পরীক্ষায় সানচু মিয়ার স্ত্রীরও করোনা নেগেটিভ এসেছে। 
    গণমাধ্যমকে তথ্যগুলো নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।
    তিনি বলেন, যেহেতু একসাথে বসবাস করেছেন এবং স্বামী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই অধিক নিশ্চিত হওয়ার জন্য মৃত সানচু মিয়ার স্ত্রীর নমুনা দ্বিতীয়বার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
    এছাড়াও আকুয়া ও আশেপাশের গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনের নমুনা দ্বিতীয়বার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
    তিনি জানান, রাজনগর ছাড়াও জেলার ৭টি উপজেলা থেকে প্রবাসী, হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন