মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মফচ্ছিল আলী’র মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

  • ঢাকাঃ ১৩ এপ্রিল, ২০২০ খ্রি. সোমবার

    মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাকালীন  সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মফচ্ছিল আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ।

    পরিবেশ মন্ত্রী আজ এক শোক বার্তায় জানান,
    সৈয়দ মফচ্ছিল আলী বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে যে অবদান রেখেছেন, জেলা আওয়ামী পরিবার তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবারের শুন্যতা কোনদিন পূরণ হবে না। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

    উল্লেখ্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মফচ্ছিল আলী (৫৮) আজ সন্ধা ৬ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান।

শেয়ার করুন