মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মফচ্ছিল আলী আর নেই

জেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মফচ্ছিল আলী আর নেই।
সোমবার ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে বসবাস করছেন ঢাকায়। তাঁর বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায়।
সৈয়দ মফচ্ছিল আলীর চাচা সৈয়দ আমজদ আলী মৌলভীবাজার মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি সাংবাদিক মহসীন পারভেজের ছোট ভাই। মরহুম মফচ্ছিল মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। তা ছাড়াও তিনি মৌলভীবাজার জেলা ও জেলার বাহিরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শেয়ার করুন