করোনায় মৃত্যু মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতির দাফন  


  • মৌলভীবাজার প্রতিনিধি.
    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিনিবাস মালিক সমিতি চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলীর দাফন সম্পন্ন হয়েছে।
    ১৪ এপ্রিল ঢাকার খিলগাঁও-তালতলা কবরস্থানে সন্ধ্যা ৭টার দিকে লাশ দাফন করা হয়।
    নিহতের পরিবারের ঘনিষ্ঠজন আশরাফ আলী খান মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বলেন, সৈয়দ মফচ্ছিল আলী করোনা পজিটিভ ছিলেন। আইইডিসিআর থেকে এটা জানানো হয়েছে। এছাড়া সৈয়দ মফচ্ছিল আলীর স্ত্রী সৈয়দা পান্না মফচ্ছিল এবং ছেলে সৈয়দ নাসিফ আলী হোম কোয়ারেন্টাই রাখা হয়েছে।
    মৌলভীবাজার জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, সৈয়দ মফচ্ছিল আলী লাশ মৌলভীবাজারে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু আইইডিসিআরের আপত্তি থাকায় ঢাকায় দাফন সম্পন্ন হয়।
    মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ বলেন,মূলত তিনি ঢাকায় থাকতেন। জ¦র ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। যদিও তার সিম্বল সংগ্রহ করেছে আইইডিসিআর। তাদের রিপোর্টে পজিটিভ, মঙ্গলবার ঢাকা থেকে ওভার টেলিফোনে আনঅফিসিয়ালী তারা আমাকে জানিয়েছে। তবে সরকার বাদ বাকি করনীয় ব্যবস্থা করবেন।
    প্রসঙ্গত: গত (১৩এপ্রিল )সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ মফচ্ছিল আলী মৃত্যুর পর তার আলামত সংগ্রহ করেছেন রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠালে (১৪ এপ্রিল) মঙ্গলবার করোনা পজিটিভি শনাক্ত হয়।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইনপেশায় যুক্ত। তিনি মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায় বাসায় থাকতেন।
    পাশাপাশি রাজধানীর গুলশান এলাকায় তিনি বসবাস করতেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তার রাজনৈতিক জীবনে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
    তাছাড়া তিনি জেলা ও জেলার বাহিরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেন। তিনি ছিলেন একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা এবং পরিবহন নেতা।
    অপরদিকে সম্প্রতি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সাঞ্চু মিয়া (৪৫) নামে মুদির দোকানি সর্দি ও কাশি,জ¦রে তার মতৃ্যু হয়। পরে তার মতৃ্যুর সিম্বল সংগ্রহ করে আইইডিসিয়ারে পাঠানো হয়। সেখানে তার করোনা পজিটিভ সনাক্ত হয়। এনিয়ে মৌলভীবাজার জেলায় দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শেয়ার করুন