নেতৃত্বের বিকাশে দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ

    

  • জুবায়ের বিন মকলেছ -ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি :-
    বিশ্বব্যপী বিস্তৃত অরাজনৈতিক সেচ্ছাসেবী যুব আন্দোলনের নাম স্কাউটিং আন্দোলন । বাংলাদেশে ১৯৭২ সালে স্কাউটস কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্তভাবে বিভিন্ন দল স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
  • ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি মুক্ত স্কাউটস গ্রুপ হলো দোয়েল মুক্ত স্কাউট গল্প।
  • রোভার স্কাউট লিডার পল্লব কুমার মৈত্রেয়ের নেতৃত্বে ২০১৫ সালে দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই মুক্ত গ্রুপের সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন মোঃ আব্দুল আলিম এবং সম্পাদকের দায়িত্বে আছে পল্লব কুমার মৈত্রেয়। পল্লব কুমার মৈত্রেয় ২০০২ সালে সরকারি নলডাঙা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কাউটিং কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেন এবং অদ্যবদি দেশ ও সমাজের জন্য কাজ করে আসছেন। ২০১৯ সালে তার দক্ষতা ও জাতীয় কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য “ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” অর্জন করেন।
  • দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের বর্তমানে দুইটি শাখা রয়েছে। এই গ্রুপটির রোভার শাখাতে ২২জন এবং স্কাউট শাখাতে ৩০জন সদস্য রয়েছে। এই গ্রুপটির লক্ষ্য ও উদ্দেশ্য স্কাউটদের নৈতিক শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক সৃষ্টি ও জাতি গঠনে ভূমিকা রাখা।
  • দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের পৃষ্ঠপোষক হিসাবে আছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডাঃ শেখ মামুনুর রশিদ। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইন চার্জ (কালীগঞ্জ থানা), পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর নিয়মিত দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন ।
  • দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ জনসচেতনতা, সামাজিক কার্যক্রম, ক্যাম্পিং, উন্নত নেতৃত্ব তৈরীতে কাজ করে যাচ্ছে। গ্রুপে সম্পৃক্ত সদস্যদের ব্যক্তিত্ব অর্জন, নৈতিকতার বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এছাড়াও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধকরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন, ডেঙ্গু নিধনে কালীগঞ্জ উপজেলায় জীবানুনাশক স্প্রে, জাতীয় দিবসসমূহ শ্রদ্ধাভরে উদযাপন, জাতীয় টিকাদান কার্যক্রমে ভুমিকা পালন, বৃক্ষরোপণ কর্মসূচী, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, দরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব উন্নয়ন কার্যক্রম, লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন, অগ্নিকান্ডে করণীয় সম্পর্কিত মহড়ায় অঙ্গশগ্রহণ, সচেতনতামূলক সাইকেল র‍্যালি, তামাক বিরোধী প্রচারণা, শিশু জরিপ ইত্যাদি কর্মকান্ডে অংশগ্রহণ করে গ্রুপটি।
  • দোয়েল মুক্ত স্কাউট গ্রুপে প্রেসিডেন্টস স্কাউট মনিটরিং সেল রয়েছে । যেখানে কয়েকজন প্রেসিডেন্টস স্কাউট সক্রিয় ভুমিকা পালন করছে। যারা অন্যান্য সদস্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি ও দিকনির্দেশনামূলক কাজ করছে।
  • দেশ ও জাতির সেবায় সর্বদা কাজ করা এবং সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাবে এমন প্রত্যাশা দোয়েল মুক্ত মুক্ত স্কাউট গ্রুপের ।
শেয়ার করুন