কমলগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ঘরে ঘরে ত্রান নিয়ে হাজির হলেন – সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান হঠাৎ হাজির হলেন খাদ্য সামগ্রী নিয়ে অবহেলিত মানুষের ঘরে ঘরে হাজির হলেন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের বৈধ্যনাথপুর (রাঙ্গাটিলা) গ্রামে নিম্নআয়ের অবহেলিত মানুষদের ত্রাণসামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক শাহেদ আহমেদ বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার এর স্বজপ্রীতির কারণে এই গ্রাম স্বাধীনতার পর থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার ৪৮ বছরের পর এই প্রথম পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে গ্রামবাসীরা অনেক আনন্দিত।
শেয়ার করুন