মৌলবীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখাঁন ইউনিয়নে শাহবাজ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় দিনমজুর ও ভ্রাম্যমান পথশিশুসহ ২৩০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে শাহবাজ ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা।
গত ২৭ মাস থেকে শুরু হওয়া এই ত্রাণ বিতরণ শেষ হয় আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার।
জানা যায়, অসহায় দিনমজুর ও ভ্রাম্যমান পথশিশুসহ খোঁজে সিন্দুরখাঁন ইউনিয়নে ১৯০টি পরিবার এবং শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে ভ্রাম্যমাল ৪০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় শাহবাজী স্কাউটসের কেন্দ্রীয় সভাপতি জাবেদ হোসেন পাপ্পু ও শাহবাজী স্কাউটসের যুগ্ম সম্পাদক লিমন আহমেদ নাহিদ।
খাদ্য সামগ্রী বিতরণ সর্ম্পকে জানতে চাইলে শাহবাজী স্কাউটসের কেন্দ্রীয় সভাপতি জাবেদ হোসেন পাপ্পু বলেন, আমরা বাংলাদেশের কয়েকটি এলাকায় আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় দিনমজুর ও ভ্রাম্যমান পথশিশুদের মাঝে সামগ্রী বিতরণ করেছি।
তারে মধ্যে শ্রীমঙ্গল,পঞ্চগড়,নারায়ণগঞ্জের রুপগঞ্জে ভুলতা কুমিল্লা বি-বাড়িয়াসহ বিভিন্ন স্থানে আমরা শাহবাজ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী অসহায় মানুষদের বাড়ি ঘরে গিয়ে পৌঁচ্ছে দিয়েছি।