কুলাউড়ায় জ‌মি নি‌য়ে বি‌রোধের জে‌রে হামলার ঘটনায় আহত ৫ ‌

  • নিজস্ব প্র‌তি‌বেদক :: কুলাউড়ায় দীর্ঘ‌দিন যাবৎ জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে এক পক্ষ‌কে হামলা ক‌রে‌ছে অপর পক্ষ। এ‌তে গুরুতর আহত হ‌য়ে ৫ জন বর্তমা‌নে চি‌কিৎসাধীন আ‌ছেন।
  • গত ১৭ মার্চ বেলা ১২ টার দি‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। এঘটনায় রু‌বেল আহমদ বা‌দি হ‌য়ে ৭ জ‌নকে বিবা‌দি ক‌রে কুলাউড়া থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।
  • জানা যায়, উপ‌জেলার কা‌দিপুর ইউ‌নিয়‌নের আম‌তৈল গ্রা‌মের প্রবাসী রু‌বেল আহমদের সা‌থে আশুক মিয়া ও মঈন উ‌দ্দি‌ন গং-‌দের ম‌ধ্যে জ‌মি নি‌য়ে বি‌রোধ চল‌ছি‌লো দীর্ঘ‌দিন যাবৎ।
  • এ‌নি‌য়ে এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিরা একা‌ধিকবার শা‌লিস বৈঠক ক‌রে দুই পক্ষ‌কে সমাধান ক‌রে দি‌লেও আবার তারা দ্ব‌ন্ধে জ‌ড়ি‌য়ে যায়।
  • এরই এক পর্যা‌য়ে গত ১৭ এ‌প্রিল বেলা ১২ টার দি‌কে মঈন উ‌দ্দিন , আশুক মিয়া লেবু মিয়া, মি‌টি মিয়া, রু‌বেছ মিয়া গং-রা রু‌বে‌লের বা‌ড়ি‌তে এ‌সে হামলা ক‌রে। হামলায় রায়না বেগম, দোলা খাতুন, দিলারা বেগম, রেবা বেগম, ফজলু মিয়া, লিমন মিয়া, রু‌বেল আহমদ আহত হন।
  • প‌রে তা‌দের আর্ত‌চিৎকা‌রে আ‌শেপা‌শের লোকজন এ‌গি‌য়ে আস‌লে হামলাকারীরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়‌দের সহ‌যোগীতায় আহত‌দের উদ্ধার ক‌রে কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হয়। বর্তমা‌নে তারা চি‌কিৎসাধীন আ‌ছেন।
  • এ‌বিষ‌য়ে কুলাউড়া থানার ও‌সি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, তা‌দের ম‌ধ্যে মারামা‌রির ঘটনা ঘ‌টে‌ছে। এঘটনায় মামলা হ‌য়ে‌ছে। জ‌ড়িত‌দের আট‌কের চেষ্টা চল‌ছে।
শেয়ার করুন