করোনা প্রভাবে মানুষের পাশে উদ্দীপ্ত তরুণ সেবা সংঘ

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মৌজপুর গ্রামের অর্ধশত পরিবারের মাঝে উদ্দীপ্ত তরুণ সেবা সংঘের উদ্যোগে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য হিসেবে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ ও সাবান ইত্যাদি বিতরণ করা হয়।

গত শুক্রবারে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরিদ্রদের করোনার সংক্রমণ এড়াতে সবাইকে সচেতন থাকতেও পরামর্শ দেওয়া হয়। তারপর হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তরুণ সেবা সংঘের সদস্য নাজমুল হোসাইন , সাইফুল ইসলাম লিপু, নিরঞ্জন দেব নাথ, তারেক রহমান , সৈয়দ সানি, সৈয়দ নাহিদ, সৈয়দ তারেক, শেখ আরাফাত উল্লাহ আমান, ইব্রাহিম, মিটুন, সোহাগ।

ভবিষ্যতেও আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি। আপনারা ঘরে থাকুন আমরা আপনাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিব। ইনশাআল্লাহ আমরা মানব সেবা করবো যতটুকু পারি। আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন আমাদের সামর্থ অনুযায়ী সব সময় গরীব, অসহায় মানুষের পাশে থেকে মানব সেবা করতে পারি। এতে সার্বিক সহযোগিতা করেন শাহজাহান, সুজন, সোহাগ,  শাহ আলম, হুমায়ুন,  আশিষ প্রমুখ।

শেয়ার করুন