মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক মহিলা ১৮ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ মহিলা’র নাম নবিনা বেগম (৫০)।
উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম রুপসপুর গ্রামের মো. পৌরশ মিয়ার স্ত্রী তিনি।
নিখোঁজের স্বামী পৌরশ মিয়া জানান, চলতি মাসের ২ এপ্রিল ভোরে কাউকে কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে যায় তার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের বিষয়ে আত্মীয়-স্বজনসহ পরিচিত অপরিচিত সকলের বাসা-বড়ি খোঁজে তার খোঁজ মিলছে না।
নিখোঁজ নবিনা বেগম এর গায়ের রং শ্যামলা,মুখমন্ডল গোলাকার,উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি,তার পড়নে শাড়ি ছিল। এ বিষয়ে শ্রীমঙ্গল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ মহিলার স্বামী পৌরশ মিয়া। জিডি নং-৫২৯।
নবিনা বেগম এর সন্ধান পেলে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। পৌরশ মিয়া ০১৭৭২৫৯৪৪৬৫