-
বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার ৪নং কাগাবলা ইউনিয়নের বিন্নিগ্রামে সন্ত্রাসী হামলায় জেলা জর্জকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪, তারিখ ১৮/০৪/২০২০। এ ঘটনায় শাহিদ আলী (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে মডেল থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
মামলার অন্য আসামীরা হলেন, কয়েছ আহমেদ @ তালেব আলী, মুবাশ্বের আলী, সাহেনা আক্তার, হেনা বেগম, আজিজুন নেছা।
মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ১৬ এপ্রিল ঝড় তুফানে ভেঙ্গে পড়া একটি গাছের ডাল-পালা সরানুবস্থায় পূর্ব আক্রোশের জেরে মুবাশ্বের আলীর হুকুমে তালেব আলী, শাহিদ আলীসহ মামলার অন্য আসামীরা লোহার রড, কাঠের বর্গা, শাবল, জিআই পাইপ, ধারালো দাসহ দেশিয় অস্ত্র দিয়ে সুলতানুল আরেফিন খান তাজুল (৩১) ও আব্দুল হালিম খান আশিক (২১) এর উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় শাহিদ আলী ও তালেব আলী ধারালো দা দিয়ে তাদেরকে প্রানে হত্যার উদ্দ্যেশ্যে মাথায়, কোমরের নিচে, চোখের নিচে ও হাতে ছেদ ও কুপ মারিয়া রক্তাক্ত জখম করে থাকে। তাদের চিৎকার শুনে আব্দুল হাদি খান এগিয়ে আসলে তাকেও মামলার অন্য আসামিরা বেধড়ক ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লিলাফুলা জখম করে।
স্থানীয়দের সহায়তায় মৌলভীবাজার কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় খান তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রচুর রক্তক্ষরনের ফলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে অত্যান্ত ঝুকি নিয়ে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে।
এব্যায়াপারে মামলার বাদী জানান, ঘটনার পরিপেক্ষিতে থানায় মামলা দায়ের করায় আসামীরা আমাদেরকে খুন করার হুমকি প্রদানসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে বেড়াচ্ছে। বর্তমানে আসামিদের ভয়ে চরম আতংকে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। তবে তাৎক্ষনিকভাবে একজন আসামীকে গ্রেফতার করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইসচার্জ আলমগীর হোসেন বলেন, ইতিমধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সুলতানুল আরেফিন খান তাজুল জেলা জর্জকোর্টের শিক্ষানবিশ আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক। এছাড়া হাফেজ আব্দুল হালিম খান আশিক ও তার ছোটভাই আব্দুল হাদি খান মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ কর্মী ও কাগাবলা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মরহম আব্দুর রহমান খান (ছুফি মিয়ার) ছেলে।
মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় আইনজীবী ও ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের, গ্রেফতার ১
শেয়ার করুন