মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৭০ টি কর্মহীন ও সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা তরুন ব্যবসায়ী ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বহরা ইউনিয়ন শাখার সভাপতি আপন ঘোষ।
আপন ঘোষ নিজ অর্থায়নে বৃহস্পতিবার সারা দিন বহরা ইউনিয়নের মনতলা বাজার, আফজলপুর, গঙ্গানগর, আখালিয়ার পার , বুরহানপুর , গাংগাইল গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন।
আপন ঘোষ জানান, করোনার প্রভাবে বহরা ইউনিয়নের অনেক মানুষ কর্মহীন হয়ে গেছে। তারা আমার এলাকার মানুষ। এই বিপদে সময়ে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এটি আমার সামান্য উপহার।