• নিজস্ব প্রতিবেদক,
  • করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস (এলএসপিআর)। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করছে সংগঠনটি।
  • এছাড়া সংগঠনটি ঢাকার বাইরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।
  • ১১ এপ্রিল থেকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সংগঠনটি করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটাচ্ছে এবং তা অব্যাহত আছে।
  • এদিকে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কিছু চিকিৎসক এবং সংবাদ সংগ্রহে নিযুক্ত কিছু সাংবাদিককে পিপিই সরবরাহ করেছে সংগঠনটি।
  • এলএসপিআরের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমনের নেতৃত্বে সংস্থাটির ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুব রাব্বানী, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট লোকমান হোসেন, ট্রেজারার অ্যাডভোকেট মো. হাসনাইনসহ সদস্য অ্যাডভোকেট নিগার সুলতানা, শাকিরা খাতুন রুবি, অ্যাডভোকেট আব্দুল মোতালিব, অ্যাডভোকেট খালিকুজ্জামান ভুঁইয়া, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, মো. শরীফ উদ্দিন জীবন, মো. মোফাজ্জল তানিম, রফিকুল ইসলাম অপু, মো. নাজমুল ইসলাম, রেদোয়ান চয়ন ও জয়নাল আবেদিনসহ মানবিক ব্যক্তিরা এই সেবামূলক কাজে অংশগ্রহণ করেন।
  • এ বিষয়ে জহির উদ্দিন লিমন বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস (এলএসপিআর) এর সদস্যরা সবসময়ই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কাছে আছে এবং থাকবে। তিনি জানান, সংস্থাটি অসহায় গরিব লোকদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে।
শেয়ার করুন

Leave A Reply