কমলগঞ্জ উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত

  • কমলগঞ্জ উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত

  • বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক বাড়ী-ঘর বিধ্বস্ত হয়েছে। কমলগঞ্জ পৌরসভার সামনে একটি গাছ টিনসেটের একটি ঘরে উপড়ে পড়লে গাছ চাপায় মনির বক্স (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত মনির উপজেলার বালীগাঁও গ্রামের সুন্দর বক্স এর পুত্র।
    স্থানীয়রা জানান, দুপুরে প্রচন্ড ঝড় শুরু হলে পৌর সভার সামনে সেলিম মহালদারের গাছের ডিপুর টিনসেটের ঘরে আশ্রয় নেন মনির বক্স। এ সময় রাস্তার পাশের একটি গাছ উপড়ে টিন সেটের ঘরে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    এদিকে ঝড়ে বহু গাছপালা উপড়ে বৈদ্যুতিক লাইনে পড়ে বিদ্যুত লাইন লন্ডভণ্ড হওয়ায় কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ে কমলগঞ্জের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পৌর এলাকার মকবুল আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর কমলগঞ্জ পৌর এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
  • তবে কালবৈশাখীর ঝড়ে কমলগঞ্জ উপজেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিক ভাবে তার বিস্তারিত জানা যায়নি।
শেয়ার করুন