স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে সুবিধা বঞ্চিত শ্রমজিবী মানুষের পাশে মৌলভীবাজার সদর জগৎসী বড়বাড়ীর হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের পক্ষ থেকে অসহায় দরিদ্র ৫০ জন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ২৪ এপ্রিল শুত্রুবার দূপুরে হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের সদস্য জামাল মিয়ার পরিচালনা ৫ টি গ্রামের জগৎসী বীরবালী আদপাশা শীরিবাউর প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই নগদ অর্থ বিতরণ করেন।
হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের তার তিন ভাই বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসি এম এ মুকিত, এম এ মিলাদ ও এম এ মুবিন তাদের নিজ উদ্যোগে অসহায় মানুষদের মাথাপিছু ২০০০ টাকা করে মোট ৫০ জনকে এই অর্থ প্রদান করেন।
জগৎসী হামিদা রহিম মেমোরিয়াল পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
শেয়ার করুন