শ্রীমঙ্গল ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভ  

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে প্রথম এক ব্যাংক কর্মকর্তা  করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গল প্রশাসনের হাতে আসার সঙ্গে সঙ্গে রোগী যে এলাকায় বসবাস করতেন সেটি লকডাউন করা হয়েছে। করোনা পজিটিভ আল আমিন   এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন তাউহীদ আহমদ রাতে এতথ্য নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শ্রীমঙ্গলে শুক্রবার প্রথম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এই রোগীর নমুনা গত মঙ্গলবার (২১ এপ্রিল) সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছিল। শুক্রবার (২৪ এপ্রিল) রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বসবাসরত বিল্ডিং ও তার আশপাশের এলাকা শুক্রবার দিবাগত রাতে বাসা বাড়ি  লকডাউন করেছি।

শেয়ার করুন