বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

  • প্রেস রিলিজঃ

    ঢাকা (২৫ এপ্রিল, ২০২০):

    বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    শোকবার্তায় মন্ত্রী জানান, খন্দকার আসাদুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী প্রশাসন গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।

    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান (৮৫) আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেয়ার করুন