করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার বাসায় এক ঝুড়ি ফল পাঠালো পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার.

“ভয় নয় সবাই মিলে করোনাকে করবো জয়” এই বার্তা লিখে করোনা আক্রান্ত এক ব্যক্তির বাসায় এক ঝুড়ি ফল পাঠালো পুলিশ সুপার। শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজার সড়কে আল আমিন নামের এক ব্যাংক কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ খবরের পর মনস্তান্তিক ভাবে দূর্বল না হওয়া ও সাহস যোগাতে ২৫ এপ্রিল বিকেলে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার  ফারুক আহমেদ পিপিএম (বার)  এক ঝুড়ি ভিন্ন জাতের ফল পাঠান। সম্পূর্ন সামাজিক দূরত্ব মেনেই ফলের ঝুড়ি করোনা ভাইরাস পজেটিভ ব্যক্তির কাছে পৌছে দেয়া হয়। করোনা পজিটিভ আল আমিন বেসরকারী  এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গল প্রশাসনের হাতে আসার সঙ্গে সঙ্গে রোগী যে এলাকায় বসবাস করতেন সেটিসহ তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

অপরদিকে করোনা আক্রান্ত রিপোর্ট আসার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় পৌছান। ঘটনাস্থলে পৌঁছালে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান।

শেয়ার করুন