- নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :
- মৌলভীবাজারের বড়লেখায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর বাড়ি উপজেলার কাশেমনগর এলাকায় বলে জানা গেছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস শনিবার রাত সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হবে।
বড়লেখায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত
শেয়ার করুন