মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিভিন্ন হাটবাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণগোপাল বাণিজ্যালয়কে ১৫৫ টাকার আদা ২৫০ টাকায় বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে দোকানে মনিটরিং ও সচেতনতামূলক প্রতিদিনের কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানকালে র্যাব-৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থিতিতে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। ব্যবসায়ীদের অনেক সুযোগ আছে ন্যায্যমূল্য ঠিক রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা মোটেও ঠিক না এবং এটা কেউ সহ্য করবে না।
আল-আমিন বলেন, ঢাকার আমদানিকারক ও শ্রীমঙ্গলের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রমাণ পাওয়া যায় যে শ্রীমঙ্গলের মেসার্স প্রাণগোপাল বাণিজ্যালয় আদা অতিরিক্ত দামে আদা বিক্রি করছে। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বাজারে শাক-সবজি, কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে আমাদের এ অভিযান পরিচালিত হচ্ছে। কেউ যাতে খাদ্য মজুদ করে কৃত্রিমসঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে সেটাই আমাদের প্রতিদিন বাজার মনিটরিংয়ের উদ্দেশ্য।