বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা জেলা পুলিশকে উপহার দিয়েছে পিপিই

স্টাফ রিপোর্টার॥ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত। বিশেষ করে পুলিশ প্রশাসনের এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে মৌলভীবাজার বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা। সোমবার ২৭ এপ্রিল দূপুর ২ টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশের জন্য পিপিই প্রদান করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ফারুক আহমদের হাতে পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাইফুর রহমানের উদ্যোগে বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান,  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান, হামরকোনা বয়েস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা শেরপুর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমদ, লিলু মিয়া, হাসান আহমেদ,  কালাম মিয়া, তারেক আহমেদ, কাওসা

শেয়ার করুন