মৌলভীবাজারে নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত

  • মৌলভীবাজার প্রতিনিধি :
  • মৌলভীবাজারে নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১ মে) ঢাকা থেকে করোনা শনাক্তের এ তথ্য জানানো হয়।
  • মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
  • নতুন ৫ জন আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ২ জন এবং কমলগঞ্জ ‍উপজেলায় ২ জন রয়েছেন।
  • নতুন ৫ জনসহ এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে মৌলভীবাজারে ১৩ জন আক্রান্ত ছিলেন।
  • করোনা শনাক্ত হওয়া মৌলভীবাজারের ১৩ জনের মধ্যে গত ৪ এপ্রিল রাজনগর উপজেলার পান দোকানদার সানচু মিয়া (৪৫) করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া জেলা শ্রমিকলীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান। আইইডিসিআর থেকে তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে দেখানো হয়েছে।
  • এদিকে সর্বশেষ রোববার (২৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব পরীক্ষায় জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়। এর আগে শনিবার (২৫ এপ্রিল) ওসমানীর ল্যাব পরীক্ষায় বড়লেখার এক চানাচুর বিক্রেতার করোনা শনাক্ত হয়। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে করোনা উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
  • এছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) রাজনগরের ১ জন এবং শ্রীমঙ্গল উপজেলার ১ জন (মোট ২ জন) আক্রান্ত হন। গত ২২ এপ্রিল কুলাউড়া উপজেলায় ২ জন করোনার আক্রান্ত হন ।
  • আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার একজন ব্যংকার ও শিক্ষার্থী রয়েছেন। কুলাউড়া উপজেলায় ৩ পুলিশসহ আক্রান্ত হয়েছেন ৬ জন। বড়লেখা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ জন।
  • মৌলভীবাজারে আক্রান্ত রোগীদের মধ্যে একজন ঢাকা ফেরত, বাকিরা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। স্থানীয়ভাবে আক্রান্তের কারণ বা তারা কিভাবে আক্রান্ত হয়েছিলেন নিশ্চিত হওয়া যায়নি। তার ওপর মৌলভীবাজারের অনেক রোগীর নেই করোনার উপসর্গ। তাই লক্ষণ দেখেও বুঝা যাচ্ছেনা। এ ক্ষেত্রে টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছে সিভিল সার্জন কার্যালয়।
শেয়ার করুন