- মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খলিফা আল মারুফ (২২) আরও এক যুবকের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
তার গ্রামের বাড়ী উপজেলার জাঙ্গিরাই গ্রামে। ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফার্মেসী দোকানের স্বত্ত্বাধিকারী।
গত ২৯ এপ্রিল তিনি স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দেন। ৪ মে সোমবার রাতে ফলাফল পজেটিভ আসে। যদিও তার শরীরে কোন লক্ষণ ছিল না।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তাউহীদ আহমদ রাতে এতথ্য জানিয়েছেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পুলিশের উপস্থিতিতে তার বাড়ীসহ চারটি বাড়ী লকডাউন করেন। এনিয়ে জুড়ীতে তিন জনের করোনা শনাক্ত হয়। - এদিকে রবিবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এক স্বাস্থ্যকর্মী (ল্যাব টেকনিশিয়ান) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে (৩মে রবিবার) রাতে স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ওইদিন রাতে হাসপাতালে একজন সিনিয়র চিকিৎসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে দু,জনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এ ঘটনার পর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য বেশি।
প্রসঙ্গত .করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।
জুড়ীতে আরও যুবকের শরীরে করোনা শনাক্ত
শেয়ার করুন