নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও কর্মহীন দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাে হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান রুমানের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৈশ্মিক মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও নিম্নআয়ের অসহায় ওই পরিবারগুলোর মাঝ খাদ্য উপহারস্বরূপ বিতরণ করার সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ.কে.এম. সফি আহমেদ সলমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের দ্বিতীয় পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইমরান সফি রুমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম, তানিম ইকবাল চৌধুরী প্রমুখ!
জালালাবাদবার্তাডটকম/৬মে২০২০/এসএ