করোনা সতর্কতার নামে ডিবি পরিচয়ে মোবাইল চুরির চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে আবুল ফালাহ ফুয়াদ (৩০) মাধবপাশা গ্রামের প্রবাসী খালেক মিয়ার বাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রথমে করোনাভাইরাস নিয়ে সতর্কতামূলক কথাবার্তা শুরু করে।

পরে পরিবারের সদস্যদের মোবাইল ফোন দেখতে চান তিনি। পরিবারের সন্দেহ হলে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী ছুটে এসে ফুয়াদকে আটক করে মোবাইলফোনে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ফুয়াদকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন