রাজনগরে এবার পুলিশের ১ এসআই করোনায় আক্রান্ত

  • রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে আরো ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজনগর থানা পুলিশের একজন এসআই। তার বয়স ৫০ বছর। এছাড়া গত ২৪ তারিখে উপজেলার খারপাড়া এলাকার আক্রান্ত হওয়া ইপিআই পোর্টারের নমুনা ২য় বার টেস্ট করার পরও পজেটিভ এসেছে।
  • শনিবার (৯ মে) মুঠোফোনে ওই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত বলে জানানো হয়। ওই পুলিশ সদস্য গত ৭দিন থেকে কোয়ারান্টাইনে আছেন।
  • মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ বলেন, সিলেট থেকে জানানো হয়েছে রাজনগরে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। রাজনগরে আগের শনাক্ত হওয়া একজনের নমুনা আবার পাঠানো হলে তার রিপোর্টও পজেটিভ আসে। এ নিয়ে রাজনগরে মোট ৩ জনের করোনা শনাক্ত হলো।
  • এদের মধ্যে একজন গত ৪ এপ্রিল উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে লক্ষণ নিয়ে মারা যাওয়ার পরদিন নমুনা টেস্টে করোনা ধরা পড়ে। পরে ২৪ এপ্রিল উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া এলাকায় আরেকজন করোনা ধরা পড়ে। তিনি হাসপাতালের ইপিআই পোর্টার। তিনিও কোয়ারান্টাইনে আছেন।
শেয়ার করুন