স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে রহিমপুর ইউনিয়নের লক্ষীপুরস্থ রুমেল বক্সের বাড়ির পাশে ধলাই নদীতে ঘটনাটি ঘটে। নিহত শিশু দেওড়াছড়া চা বাগানের চা শ্রমিক দূর্গাচরনের ছেলে জীবন (১২)।
স্থানীয় সুত্রে জানা যায়, বাগানের ৪ জন এক সাথে ধলাই নদীতে যায় মাছ ধরতে যায়। পরে ৩ জন নদী থেকে উঠলেও জীবন উঠতে পারেনি। সাঁতার জানার কারনে সে নদীর গভীরে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভেসে উঠে তার লাশ।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান শিশু মৃত্যু সত্যতা নিশ্চিত করেন।