মৌলভীবাজার শহরে ডাক্তার নার্সসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

  • মৌলভীবাজার প্রতিনিধি.
  • মৌলভীবাজারে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
  • মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের সবাই মৌলভীবাজার শহরের বাসিন্দা। তাদের মধ্যে ২ জন ডাক্তার রয়েছেন। এছাড়া নার্সসহ হাসপাতালের কর্মচারীরা রয়েছেন।
  • বুধবার (১৩ মে) রাতে সিলেট ওসামানী হাসপাতালের ল্যাব থেকে এই তথ্য জানানো হয়। আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং সেই সাথে প্রয়োজনীয় লকডাউন নিশ্চিত করা হবে।
  • এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযাী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ জন।
  • উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিকলীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে। এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা  আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন।
  • এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।
শেয়ার করুন