-
শ্রীমঙ্গল প্রতিনিধি.
- লকডাউনের মধ্যেই ‘সড়ক দুর্ঘটনা’ কেড়ে নিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিতাই পদ দাশ হাজরার প্রাণ।
- শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে অফিসের কাজে শ্রীমঙ্গলের কাকিয়াবাজার থেকে সিএনজি চালিত অটো-রিকশা করে অন্য যাত্রীদের সাথে ফিরছিলেন তিনি। ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে লামুয়া এলাকায় অপরদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি ধাক্কায় নিতাই পদসহ দুইজন মারা যান। একজন গুরুতর আহত হন।
- এদিকে সহকর্মীকে হারিয়ে শোকে বিহ্বল শ্রীমঙ্গল কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
- নিতাই দাশের সহকর্মী উপ-সহকারি কৃষি কর্মকর্তা রথীন্দ্র দেব বলেন, নিতাই প্রাণবন্ত একজন মানুষ ছিলো। অফিসে প্রতিদিনই তার সাথে মজা করতাম সবাই। হাসি, রাগ, অভিমানে অফিসের সবাইকে প্রাণবন্ত করে রেখেছিলো। গতকালও অফিসে অনেক মজা করছি আমরা সবাই। কিন্ত আজ হঠাৎ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে এটা কখনো ভাবিনি! তার এই চলে যাওয়া মেনে নিতে পারছিনা, কষ্ট হচ্ছে খুব।
- নিহত নিতাই পদ দাশ হাজরার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের জাজুয়া গ্রামে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীমঙ্গলের কৃষি কর্মকর্তা নিতাই
শেয়ার করুন