জুড়ীতে ত্রাণ কমিটি থেকে আ.লীগের ১৫ জনের পদত্যাগ

  • জুড়ী প্রতিনিধি :: কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন কুমার চক্রবর্তী ও যুগ্ম আহবায়ক এম. তাজুল ইসলামের স্বাক্ষরে গত ২৩ এপ্রিল ২২ সদস্যের ত্রাণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

    এই কমিটির ১৫ জন সদস্য পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) পদত্যাগপত্রটি প্রকাশ পায়।

    গঠিত কমিটি ত্রাণ গ্রহীতার তালিকা প্রস্তুত করার সময় সকল সদস্যের সাথে সমন্বয় না করার অভিযোগে ১১ মে উক্ত কমিটির ১৫ সদস্য মো: আব্দুল কুদ্দুছ, মো: আরমান আলী, মুক্তিেেযাদ্ধা আব্দুল করিম, শাহীন আহমদ, সজল দে, উমাকান্ত গোস্বামী, পবন চাষা, পরেশ বুনার্জী, ইরেশ পাল, ডা. শওকত আলী, দোলোয়ার হোসেন জায়েদ, আব্দুল বাছিত ছায়াদ, সানি পান্ডে, গোলাম জাকারিয়া পিয়াল ও হিমাংশু মোহন পাল স্বেচ্ছায় পদত্যাগ করেন।

    এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন কুমার চক্রবর্তী ও যুগ্ম আহবায়ক এম. তাজুল ইসলাম বুধবার রাত দশটায় প্রতিবেদককে জানান, মূলত ওয়ার্ড কমিটি স্ব স্ব ওয়ার্ডের তালিকা তৈরি করেছে। তাছাড়া পদত্যাগের বিষয়ে আমরা কিছুই জানিনা।

শেয়ার করুন